Site icon Jamuna Television

যতদিন প্রয়োজন, ইরানে ততদিন ইসরায়েলের হামলা চলবে: নেতানিয়াহু

যতদিন প্রয়োজন ইরানে ততদিন ইসরায়েলের হামলা চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২০ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে যান তিনি। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নেতানিয়াহু।

এর আগে, গত রোববার ভোররাতে তেহরানের হামলার টার্গেট হয় তেলআবিবের দক্ষিণে অবস্থিত এই বিজ্ঞান ইনস্টিটিউট। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় এর বেশ কয়েকটি ভবন। এগুলোর মধ্যে একটি ভবনজুড়ে ছিল গবেষণাগার।

হামলা চলমান থাকবে জানিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে। তাও ডাবল হুমকি। একদিকে আছে মিসাইল; তাও একটি দু’টি নয়, ২০ হাজার মিসাইল। আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা, তাও এই উন্মাদ শাসকগোষ্ঠীর হাতে।

/এমএইচ

Exit mobile version