
ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ‘ইহুদিবাদী শাসনের গুপ্তচর সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার’ অভিযোগে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ফার্স নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
ফার্স নিউজ এজেন্সি জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘জনমতকে বিভ্রান্ত করা এবং অপরাধী শাসকগোষ্ঠীকে (ইসরায়েল) সমর্থন’ করার অভিযোগও আনা হয়েছে।
তবে, অভিযুক্ত ব্যক্তি বা তাদের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই গ্রেপ্তার এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ১৩ জুন থেকে সরাসরি সামরিক উত্তেজনা চলছে, যা আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
/এটিএম



Leave a reply