Site icon Jamuna Television

গল টেস্ট: আবারও বৃষ্টির বাগড়া, প্রথম সেশন শেষে ২৪৭ রানের লিড বাংলাদেশের

হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকেই প্যাভিলিয়নে ফেরত গেছেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন।

৫৭ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৭ স্কোর নিয়ে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ শনিবার (২১ জুন) পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারানোর বিনিময়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ।

টেস্টের পঞ্চম দিন শুরু থেকে বেশ দেখেশুনেই খেলছিলেন মুশফিক ও শান্ত। তবে ৭৫ ওভারের শেষ বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। এতে ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান তিনি। তাতে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আবারও বৃষ্টি নেমেছে গলে। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version