Site icon Jamuna Television

জোড়া শতকে যেসব কীর্তি গড়লেন শান্ত

গল টেস্টের উভয় ইনিংসে শতকের স্বাদ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য এর আগেও একবার একই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ২০২৩ সালে আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টেও ব্যাক টু ব্যাক ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন তিনি।

এই প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয়বার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। এর আগে এই কীর্তি ছিল কেবল মুমিনুল হকের (২০১৮, শ্রীলঙ্কার বিপক্ষে, চট্টগ্রাম)।

শান্তর এই জোড়া শতকের যেসব রেকর্ড:

১ম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি
১ম বাংলাদেশি হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে ১৫তম ব্যাটার হিসেবে দুইবার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি।

এর আগে, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, হারবার্ট সাটক্লিফ, জর্জ হেডলি, ক্লাইড ওয়ালকট, গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডার, আরাভিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, ম্যাথু হেইডেন, জ্যাক ক্যালিস, ব্রেন্ডন টেলর এবং কুমার সাঙ্গাকারা দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন দুইবার।

/এমএইচআর

Exit mobile version