Site icon Jamuna Television

অস্থিরতার শঙ্কায় প্রকল্পে কর্মরতদের বাড়তি সুবিধা কমানো যাচ্ছে না: পরিকল্পনা উপদেষ্টা

ফাইল ছবি

নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পে কর্মরতদের অতিরিক্ত সুযোগ-সুবিধা কমানো যাচ্ছে না। ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রকল্পে দুর্নীতি ও অযাচিত খরচ কমানো গেলে বাজেটে পরিচালন ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আগের সরকারের সময়ে টেন্ডার যোগসাজশেই প্রকল্পে ১০ শতাংশ দুর্নীতি হতো।

তিনি আরও বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে উপকারভোগীর মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই ভূতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে। এ সময় অসাধুভাবে উপকারভোগ করাদের ছাঁটাই করতে মাঠ বৈঠক করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

Exit mobile version