Site icon Jamuna Television

উত্তরখানে রাস্তা উন্নয়ন কাজে বাধা দেয়ার অভিযোগ

রাজধানীর উত্তরখানে রাস্তার উন্নয়নকাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, তিনি আওয়ামী সরকারের সমর্থক ছিলেন। তার ছেলে হৃদয় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সহায়তায়, এ কাজে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ এলাকাবাসীর।

দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এবং হত্যা মামলার আসামী এস এম তোফাজ্জল হোসেনের আত্মীয় এই হাবিবুর রহমান।

এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাসহ বিভিন্ন উন্নয়নকাজে বাধা দিচ্ছেন হাবিবুর। তার বাড়ির সামনে যতটা জায়গা রাস্তার জন্য ছাড়ার কথা, তা ছাড়েননি তিনি। সেইসাথে, পূর্ব শত্রুতার জেরে এখন তিনি রাস্তার অপর পাশে একটি বাড়ির কিছু অংশ ভাঙার চেষ্টা করছেন। সিটি করপোরেশন অভিযোগ পাওয়ায়, রাস্তার ওই অংশের কাজ বন্ধ রেখেছে বলে জানায়, প্রকৌশলী।

যদিও এলাকাবাসী বলছে, স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের হুমকির কারণে সিটি করপোরেশন রাস্তার কাজ বন্ধ রেখেছে। এ ঘটনায়, আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, জানিয়েছে উত্তরখান থানা পুলিশ।

/এটিএম

Exit mobile version