Site icon Jamuna Television

ফুল আর শ্রদ্ধায় আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে চির বিদায়

ফুল আর শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো দেশ বরেণ্য আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদকে। শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে প্রয়াত চঞ্চল মাহমুদকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘ দিনের আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা।

তারা বলেন, চঞ্চল মাহমুদ ছিলেন দেশের মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির পথিকৃৎ। ফটোগ্রাফিকে ঘিরে নানা আন্দোলন সংগ্রামে জড়িত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন হাজারো শিক্ষার্থীকে।

বাদ যোহর তার শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গুণী এই শিল্পীকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

/এমএইচ

Exit mobile version