Site icon Jamuna Television

শিশুশ্রম বন্ধ করতে রাষ্ট্র ও সমাজের যৌথ প্রয়াস প্রয়োজন: উপদেষ্টা শারমীন

ফাইল ছবি।

মহিলা ও শিশুশ্রম বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুশ্রম বন্ধ করতে প্রয়োজন রাষ্ট্র সমাজের যৌথ প্রয়াস। এক্ষেত্রে সমাজ কাঠামো পরিবর্তনের ওপর জোর দেন তিনি।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর এফডিসিতে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি।

এসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নানা আয়োজনে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হলেও এর শৃঙ্খল ভাঙা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ক্ষমতার পালাবদলে দুর্নীতির পালাবদল যাতে না হয় সে আহ্বান জানান তিনি।

/এমএইচ

Exit mobile version