Site icon Jamuna Television

লক্ষ্য অর্জনে এনসিপিকে সবাই সাহায্য করবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর ডিআরইউতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আশা পূরণ হবে। আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে দিয়েছে। এগুলো সংস্কার করতে হবে। সরকার ভালো কাজ করছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের সহায়তা করবে বলে আশাবাদ প্রকাশ করেন বিএনপির এই নেতা।

সুইস ব্যাংকে এক বছরে অনেক টাকা জমা হয়েছে। ফ্যাসিস্টরা এই টাকা জমা রেখেছে। তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

/এএস

Exit mobile version