Site icon Jamuna Television

প্রথম টেস্টে লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের ড্র

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে চার উইকেট হারিয়ে ৭২ রান নেয় শ্রীলঙ্কা। শেষমেষ ৫ ওভার বাকি থাকতেই দুইদল ড্র মেনে নেয়।

এই টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কাও সব উইকেট হারিয়ে ৪৮৫ রান করে। এতে মাত্র ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শান্তর সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে শ্রীলঙ্কার টার্গেট দাড়ায় ২৯৬ রান। শেষ দিনের ৩৭ ওভার খেলা বাকি তখন। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ৪ উইকেট ৭২ রান নেয় শ্রীলঙ্কা। তখন খেলা বাকি আরও পাঁচ ওভার। তবে দুই দলই ড্র মেনে নেয়ায় সেই পাঁচ ওভার খেলা মাঠে গড়ায়নি।

২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হাতখুলে মারতে থাকেন দুই লংকান ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলের বলে স্ট্যাম্পিংয়ে কাটা পড়েন উদারা। তার ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান। এরপরে ওভারের দ্বিতীয় বলে নাইমের বলে ক্যাচ আউট হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৪ রান নেন তিনি। এর মধ্যে চারটি চারের মার ছিল। দুই উইকেটে ৩৪ রান করে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর ২০তম ওভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর চান্দিমালের উইকেটও নেন তাইজুল। শ্রীলংকা ৭২ রানে চার উইকেট হারালে দুই দলই ড্র মেনে নেয়।

ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ৪৫ বলে মাত্র ৮ রান নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আউটের পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা তার সাথে হাত মেলান। মাঠের বাইরে থেকে হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান সতীর্থরা। প্রথম ইনিংসে ৬৯ বলে ৩৯ রান নেন তিনি। এই টেস্টের মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাথিউস।

টেস্টটি ড্র হলেও বাংলাদেশ দলের প্রাপ্তির খাতায় রয়েছে শান্তর দুই ও মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৬৩ রান করেন মুশফিক, তবে শান্ত ১২ রানের জন্য দেড় শতকের দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে শান্ত। অন্যদিকে, প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেন নাইম হাসান।

/আরএইচ

Exit mobile version