Site icon Jamuna Television

‘প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি না থাকলে আবারও ফ্যাসিবাদ প্রথা চালু হবে’

ফাইল ছবি।

প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি করা নাহলে ফ্যাসিবাদ প্রথা আবারো চালু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। কিন্তু কোন কোনও দল তা চায় না।

শনিবার (২১ জুন) নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তবে নিম্নকক্ষে সরকারের স্থিতিশীলতার জন্য এখনই পিআর না করাই ভালো বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

তারা বলেন, এত বড় অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার না হওয়া কষ্টের। কারো কারো অভিযোগ সরকার ও কমিশন কেবল রাজনৈতিক দলের সাথে কথা বলছে। কিন্তু জনগনের মতামত নেয়া হচ্ছে না। অথচ বিগত সময়ে রাজনৈতিক আন্দোলন ব্যার্থ হয়েছে। জনতার আন্দোলনে ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে।

/এএস

Exit mobile version