Site icon Jamuna Television

পঞ্চগড়ে হত্যা মামলায় পলাতক ২ আসামি ধরা পড়লো টাঙ্গাইলে

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) রাতে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মাটিকাটা বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৩ ও র‍্যাব-১৪ এর একটি যৌথ দল।

গ্রেফতার হওয়া দু’জন হলেন, দেবীগঞ্জ উপজেলার নাটোকটোকা (ডাকুয়াপাড়া) এলাকার হাফিজ উদ্দিনের দুই ছেলে রুহুল আমিন (৩০) ও রবিন ইসলাম (২৫)।

র‍্যাব-১৩ ও দেবীগঞ্জ থানা সূত্র থেকে জানা যায়, ঘটনার দিন (১৫ জুন) বাদশা মিয়া তার বাড়ির আঙিনায় বাঁশের বেড়া বসাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রুহুল আমিন, রবিন ইসলাম, হাফিজ উদ্দিন, রুবিনা বেগম এবং আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদশা মিয়াসহ তার পরিবারের সদস্যদের হামলা করে। এ সময়, বাদশা মিয়ার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। অপরদিকে, বাদীর ছোট ভাই সুলতান আলীর মেরুদণ্ড ভেঙে যায়। সেইসাথে, অপর ভাই সমশের আলী, ভাবী লিপি বেগম ও মা শেফালী বেগমও গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন সোমবার (১৬ জুন) দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে সইজ উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে পলাতক থাকা দুই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৩ (নীলফামারী ক্যাম্প) ও র‍্যাব-১৪ (টাঙ্গাইল ক্যাম্প)-এর যৌথ অভিযান পরিচালনা করে। পরে গতকাল টাঙ্গাইলের ভূঞাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব-১৩।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, র‍্যাবের সহযোগিতায় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন আমাদের হেফাজতে রয়েছে। এ সময় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version