Site icon Jamuna Television

ইরানে হামলা চালালে মার্কিন জাহাজে আক্রমণের হুমকি হুথিদের

ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায়, তাহলে মার্কিন জাহাজগুলোকে আক্রমণ করা হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের-ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িত হয়, তাহলে লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিবৃতিটি প্রকাশ করেছে। যেখানে গোষ্ঠীটির মুখপাত্র বলেন, যে কোনও আরব বা ইসলামি দেশের বিরুদ্ধে পরিচালিত ‘ইহুদিবাদী আগ্রাসনের’ বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় ও পরিষ্কার।

এর আগে, মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিরা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যেখানে একে অপরকে হামলা না করার প্রতিশ্রুতি দেয়।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে হুথিরা গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচল করা পশ্চিমাপন্থি জাহাজগুলোর ওপর আক্রমণ করে আসছে।

/এএইচএম

Exit mobile version