Site icon Jamuna Television

সাতক্ষীরায় বক্তৃতাকালে হৃদরোগে এবি পার্টির জেলা আহ্বায়কের মৃত্যু

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় এবি পার্টির এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)।

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউ সংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ও ইসহাক আলী মাস্টারের ছেলে।

সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্য সচিব আলমগীর হুসাইন জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। তাৎক্ষণিকভাবে তাকে শুইয়ে পানি খাওয়ানো হলেও কিছুক্ষণের মধ্যে তিনি নিথর হয়ে পড়েন।

পরে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের চিকিৎসক ডা. আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, তিনি ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন।

/এএইচএম

Exit mobile version