রোম, লন্ডন, বার্লিন ও স্টকহোমে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের স্থিরচিত্র
AHM konok
ছবি: আলজাজিরা
ইতালির রোমে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন কলোসিয়াম পেরিয়ে বিক্ষোভকারীদের এগিয়ে যাওয়ার দৃশ্য (আনাদোলু)জার্মানির বার্লিনে রাইখস্ট্যাগের সামনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ (রয়টার্স)যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি এবং সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের মধ্য লন্ডনে মিছিল (রয়টার্স)সুইডেনের স্টকহোমে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের অবস্থান (আনাদোলু)