Site icon Jamuna Television

‘হামলার শিকার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না’

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২১ জুন সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প হামলার খবর দেন।

এর কিছুক্ষণ পরেই নিজ পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার কথা নিশ্চিত করে ইরান। কওম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জানিয়েছেন, কয়েক ঘণ্টা আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে, শত্রুর উপস্থিতি শনাক্ত হয়। এরপরই ফোরদো পারমাণবিক স্থাপনার আশপাশের এলাকা বিমান হামলার শিকার হয়।

তিনি আরও বলেন, গভীর রাতে ইসফাহান ও কাশানের আকাশসীমায় শত্রুপক্ষের অবস্থান শনাক্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। প্রশাসন নিশ্চিত করেছে, ইসফাহান ও নাতাঞ্জ শহরে একই সময়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। খবর আল জাজিরার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল।

/এমএইচ

Exit mobile version