Site icon Jamuna Television

নিউ ইয়র্কে অতিরিক্ত পুলিশ নামিয়েছে মার্কিন সরকার

ইরানে হামলার পর নিউ ইয়র্ক সিটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিউ ইয়র্ক সিটি পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

ইরানের উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে মার্কিন পুলিশ জানায়, প্রচুর সতর্কতার কারণে আমরা শহর জুড়ে ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি। একইসাথে আমাদের অন্যান্য বাহিনীগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, সিটি পুলিশ ৮০ লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরে পরিষেবা প্রদান করবে। নিউ ইয়র্ক সিটিতে সম্ভাব্য যে কোনো ঘটনার আঙ্গিকে নজরদারি চলমান থাকবে বলেও জানানো হয়।

/এমএইচ

Exit mobile version