Site icon Jamuna Television

ইরানে হামলার পর ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন

ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা আর অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (২২ জুন) ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প! আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালিয়েছে, তা ইতিহাস পাল্টে দেয়ার মতো।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে ভয়ংকর শাসকগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য পদক্ষেপ নেয়ায় ইতিহাস প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে রাখবে। আমার ও ইসরায়েলের জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।

/এমএইচ

Exit mobile version