ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পর উত্তেজনা কমানোর আহ্বান শীর্ষ ডেমোক্র্যাট সিনেটরদের

|

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটির পররাষ্ট্র সম্পর্ক ও সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর সদস্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।

সিনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডেজ এবং সশস্ত্র বাহিনী কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জ্যাক রিড একটি যৌথ বিবৃতিতে বলেন, ‘এই সংঘাত আরও বিস্তৃত যুদ্ধে রূপ নেয়ার আগেই আমরা উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।’

তারা আরও যোগ করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই একতরফা সামরিক পদক্ষেপ কংগ্রেসের সাথে পূর্ব আলোচনা ছাড়াই নেয়া হয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। আমরা অবিলম্বে কংগ্রেসে এই বিষয়ে একটি ব্রিফিং দাবি করছি।’

মূলত, ডেমোক্র্যাটরা ইরানের সাথে সম্পর্কিত যেকোনো অতিরিক্ত সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নেয়ার ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে, কিছু রিপাবলিকান সিনেটর ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘দৃঢ় ও প্রয়োজনীয়’ বলে সমর্থন জানিয়েছেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply