Site icon Jamuna Television

কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ফের বৈঠকে বসেছে ঢামেক শিক্ষার্থীরা

চলমান পরিস্থিতির সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষের সাথে আবারও বৈঠকে বসেছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। রোববার (২১ জুন) সকালে দুই পক্ষের মধ্যে বৈঠকটি শুরু হয়।

রোববার সকালে ফজলে রাব্বী হলের বিভিন্ন ভবনে কিছু রুম বন্ধ দেখা গেলেও বেশিরভাগ রুমেই শিক্ষার্থীদের অবস্থান ছিল। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের গতি কমিয়ে দিতেই প্রশাসন হল খালি করার নির্দেশ দিয়েছে। এ সময় কলেজের প্রশাসনের সাথে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোন মুহুর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এরপর ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আজ রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। তবে এটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

/আরএইচ

Exit mobile version