Site icon Jamuna Television

মার্কিন হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান

ফাইল ছবি।

ইরানে মার্কিন হামলার পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। রোববার (২২ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য প্রদান করে।

এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে আইডিএফ। হুমকি মোকাবেলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।

হামলার আরও আশঙ্কা প্রকাশ করেছে আইডিএফ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত একটি স্থানে থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

/এমএইচ

Exit mobile version