Site icon Jamuna Television

মেধাহীন করে জাতিকে শাসন করতেই মেধাপাচার: সালাহউদ্দিন আহমদ

ফাইল ছবি।

মেধাহীন করে জাতিকে শাসন করার প্রবণতা থেকেই দেশে মেধাপাচারের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ জুন) কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্ট টিউটে অর্পণ আলোক সংঘের আয়োজনে ‘ শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক তারুণ্যের রাষ্ট্র সংলাপে এ কথা জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা ও গবেষণায় কোনো অবহেলা করা হবে না। দেশে উন্নত শিক্ষা ও গবেষনার সুযোগ সৃষ্টি হলেই বন্ধ হবে মেধাপাচার।

বিএনপির এই নেতা জোর দেন, রাষ্ট্র থেকে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর। তবে সেক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র সংগঠনের সমন্বয়ে শিক্ষাঙ্গনের সহযোগিতা অব্যহত থাকতে হবে বলেও মনে করেন তিনি।

সালাউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন করতে হবে। ইতিহাসকে ভিত্তি করে ভবিষ্যতের পথে এগুতে হবে।

/এটিএম

Exit mobile version