Site icon Jamuna Television

শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা

সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিবসহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছেও জমা দেয়া হয়েছে।

বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। তালিকাটি চূড়ান্ত নয় জানিয়ে সালাহউদ্দিন খান বলেন, অভিযুক্তদের সব নাম এখনো সংগ্রহ করা হয়নি। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব করা হয়েছিলো।

/এমএইচ

Exit mobile version