Site icon Jamuna Television

ইরানে মার্কিন হামলা আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি: ইরাক

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাক। খবর সিনএন’র।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনাকে ‘শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’ হিসেবে বর্ণনা করেছে ইরাক সরকার। রোববার (২২ জুন) এক বিবৃতিতে সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি বলেন, এই উত্তেজনা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলছে।

তিনি সতর্ক করে বলেন, ক্রমাগত হামলা চলতে থাকলে তা বিপজ্জনক রূপ নিতে পারে, যার প্রভাব কেবল একটি দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরাক অবিলম্বে উত্তেজনা হ্রাসের আহ্বান জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে স্মরণ করিয়ে দেয় যে, যুদ্ধ কেবল ধ্বংসই ডেকে আনে।

/এএস

Exit mobile version