Site icon Jamuna Television

মোবাইল ফোনের টর্চের আলোয় ৮ কিলোমিটার চললো তিতাস কমিউটার ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার তালশহর থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ মোবাইল ফোনের টর্চের আলোতে পাড়ি দিয়েছে তিতাস কমিউটার ট্রেন। শনিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি রাত ৮টা ৪৮ মিনিটে ১৫ মিনিট দেরিতে আশুগঞ্জ স্টেশন ছাড়ে। তালশহর স্টেশন অতিক্রম করার পরই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর ধীরগতিতে ট্রেন চলতে থাকে। এই অবস্থায় ইঞ্জিনের হেডলাইটও নষ্ট হয়ে যায়। ফলে একমাত্র ভরসা ছিল চালকের মোবাইল ফোনের টর্চলাইট। সেই আলো এবং হর্ন বাজিয়ে সতর্ক সংকেত দিয়ে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে যান চালক।

এই ৮ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা। অন্ধকারে ট্রেনের ধীর গতি ও দীর্ঘ যাত্রায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি গন্তব্যে পাঠানো হয়।

/এটিএম

Exit mobile version