আরেক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

|

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

রোববার (২২ জুন) ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে মাজিদ মোসায়েবি নামে ওই ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাজিদের বিরুদ্ধে ইরানের ‘স্পর্শকাতর বিভিন্ন তথ্য’ মোসাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার হয়। ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা নিশ্চিত করেন।

এর আগে, ইসমাইল ফিকরি নামে এক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি।

সম্প্রতি সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের বিপরীতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’কে হুঁশিয়ারি দিতে দেখা যায়। এখন দেখার বিষয়, নিজেদের দেয়া বিবৃতি কতটা আমলে নেয় ইরান, এমনকি পাল্টা প্রতিক্রিয়ায় কী করে তারা।

উল্লেখ্য, ইরানে মার্কিন হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার শঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ রেখেছে ইসরায়েল। যদিও এর মধ্যেই কয়েক দফায় সেখানে হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছে অন্তত ১১ ইসরায়েলি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply