Site icon Jamuna Television

সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: আন্তোনিও গুতেরেস 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের বিরুদ্ধে আজ যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এমন এক অঞ্চলে এটি একটি বিপজ্জনক উত্তেজনার মাত্রা বৃদ্ধি করেছে, যা ইতোমধ্যেই অস্থিরতার চূড়ান্ত প্রান্তে অবস্থান করছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২১ জুন) সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে—যার পরিণতি হতে পারে সাধারণ নাগরিকদের জন্য বিপর্যয়কর, এবং এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চল ও বিশ্বের ওপর।

তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান, যেন তারা উত্তেজনা প্রশমিত করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হয়।

গুতেরেস আরও বলেন, এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। শান্তিই একমাত্র আশার আলো।

/এসআইএন

Exit mobile version