Site icon Jamuna Television

বিএনপির প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগের রায় চেম্বার আদালতে বহাল

আসন্ন সংসদ নির্বাচনে আপিল বিভাগ কর্তৃক বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দেয়া রায় বহাল রেখেছে চেম্বার আদালতও।

চেম্বার আদালতে প্রার্থিতা বাতিল অব্যাহত থাকা প্রার্থীরা হলেন,  ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে মো. মুসলিম উদ্দিন, রংপুর-১ আসনে মো. আসাদুজ্জামান, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম, ঢাকা-২০ আসনে তমিজ উদ্দিন, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদ, রাজশাহী ৫ আসনে নাদিম মোস্তফা, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার, ঝিনাইদহ-২ আসনে মো. আব্দুল মজিদ ও জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমানের প্রার্থীতা স্থগিত এর আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।

এছাড়াও ময়মনসিংহ-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ও নীলফামারী-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিতের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত।

অন্যদিকে নওগাঁ ১ এ মোঃ সালেক চৌধুরীর পরিবর্তে মোস্তাফিজুর রহমানকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ বহাল রেখেছে চেম্বার আদালত

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউর প্রার্থীতা ফিরিয়ে দেয়ার নির্দেশ বহাল রাখার পাশাপাশি সিলেট-৫ আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার প্রার্থীতা বৈধতা দিয়েছে হাইকোর্ট

Exit mobile version