Site icon Jamuna Television

আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযানে ৬ ড্রেজার জব্দ, আটক ৩

ভাঙ্গা করেসপনডেন্ট:

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বেষ্টিত আড়িয়াল খাঁ নদে যৌথ বাহিনীর অভিযানে বালু উত্তোলনের দায়ে ৬টি অবৈধ ড্রেজার জব্দসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীতে বহুদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন (ড্রেজিং) করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ থেকে সকাল ৬টা পর্যন্ত ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযান চলানো হয়।

জব্দকৃত ড্রেজার

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তিনি জানান, আড়িয়াল খাঁ নদে অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেইসাথে নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে বলেও জানান স্থানীয়রা।

/এএইচএম

Exit mobile version