Site icon Jamuna Television

পাল্টা হামলায় ৪০ ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ইসরায়েলে আহত ২৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ইসরায়েলে অন্তত ২৭ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

আল জাজিরা জানায়, এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল তেল আবিবের রামাত আবিব এলাকা। সেখানে ক্ষেপণাস্ত্রের আঘাতে একাধিক অ্যাপার্টমেন্ট ভবনের বাইরের অংশে বড় ধরনের গর্ত তৈরি হয়।

তেল আবিবের মেয়র রন হুলদাই বলেন, এখানকার ঘরবাড়িগুলো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে যেটিতে সরাসরি আঘাত লেগেছে, সেটি আগে থেকেই ভেঙে ফেলার প্রস্তুতি চলছিল, তাই ভেতরে কেউ ছিলেন না।

তিনি আরও জানান, যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, সবাই সুস্থ ও নিরাপদ আছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির হয়নি।এদিক থেকে নিজেদের ভাগ্যবান মনে করেছেন তিনি।

/এএস

Exit mobile version