Site icon Jamuna Television

ভারতীয় ভিসা পেতে কৃত্রিম সংকট: অভিযুক্ত চক্রের মূলহোতা গ্রেফতার

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) একটি দালাল ও অবৈধ এজেন্ট চক্রের সন্ধান পেয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এরইমধ্যে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা বদরুল আলমকে গ্রেফতারও করা হয়েছে। তিনি ‘ট্রিপ এয়ার’ নামের একটি ট্রাভেল এজেন্সির মালিক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইভ্যাক কর্তৃপক্ষ জানায়, বদরুল দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে কৃত্রিম ভিড় তৈরি করে সাধারণ ভিসা প্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতো। এতে অনেকেই পড়তেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে বদরুলের সহযোগীদের দ্বারস্থ হতেন অনেকে। এই সুযোগে সারাদেশে ছড়িয়ে থাকা বদরুলের সহযোগী দালাল ও এজেন্টরা ভিসাপ্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিতো অতিরিক্ত টাকা।

এই চক্র সম্পর্কে সম্প্রতি মৌখিক ও লিখিত অভিযোগ পেতে শুরু করে আইভ্যাক। বিষয়টি পুলিশকে জানানো হলে ভাটারা এলাকা থেকে বদরুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে সাইবার অপরাধ, দুর্নীতি ও তথ্য বিকৃতির অভিযোগে মামলা করা হবে।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ভিসা পেতে কোনো এজেন্ট বা দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। বিষয়টি অফিশিয়াল ওয়েবসাইট, সোস্যাল মিডিয়া এবং ভিসা সেন্টারে পোস্টারের মাধ্যমে জানানো হয়েছে। তাই কোনো অসাধু চক্রের কাছে না গিয়ে স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় ভিসা আবেদনের আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

/এমএমএইচ

Exit mobile version