
জামালপুর করেসপনডেন্ট:
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উপজেলা কমিটিতে আওয়ামী লীগ ঘনিষ্ঠদের স্থান দেয়া এবং তাদের পুনর্বাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন— জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম ও ছাত্র জনতার প্রতিনিধি কাজল খন্দকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যে এনসিপি গণমানুষের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হওয়ার কথা, সেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র চলছে। এ সময়, এই কমিটি অবিলম্বে বাতিল করার দাবিও জানান তারা।
সেইসাথে, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, দলীয় স্বার্থে এনসিপিকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারীদের অবিলম্বে অপসারণ ও গ্রেফতার না করা হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী, এমদাদুল হক মিলন ও তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে বকশীগঞ্জ উপজেলা এনসিপি কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি ঘোষণার পর থেকেই তৌহিদকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে অভিযুক্ত করে আসছে ‘জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতা’।
/এএইচএম



Leave a reply