Site icon Jamuna Television

ইরানে মার্কিন হামলায় কোনো প্রাণহানি হয়নি

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হামলায় কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। খবর আলজাজিরার।

পীর হোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বলেন, গতরাতে যুক্তরাষ্ট্রের আগ্রাসনে পরমাণু স্থাপনাগুলোতে হামলার ঘটনায় সৌভাগ্যক্রমে আমাদের কেউ শহীদ হননি।

এদিকে, ইরানের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের গত ১৩ জুনের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৩০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩,৫০০ এর বেশি আহত হয়েছেন।

/এসআইএন

Exit mobile version