Site icon Jamuna Television

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আজ রোববার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায় এ তথ্য।

এখন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই পরিকল্পনা কার্যকর করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

রোববার ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু সংস্থায় যুক্তরাষ্ট্রের হামলার পর এ ঘোষণা দেয় তেহরান। প্রয়োজনে এ অনুমোদন কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি।

ইরান নিয়ন্ত্রিত এ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের মোট ২০ শতাংশ বা ৫ ভাগের ১ ভাগ জ্বালানি তেল পরিবহন করা হয়। যা বন্ধ করা হলে মারাত্মক ধসের মুখে পড়বে বিশ্ব বাণিজ্য।

/এসআইএন

Exit mobile version