Site icon Jamuna Television

সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেফতার

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জুন) রাত দশটার দিকে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ফয়সাল বিপ্লব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

/এএম

Exit mobile version