Site icon Jamuna Television

ইরানের ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার দেশটিতে ক্ষমতা পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এ নিয়ে নতুন এক পোস্ট করেছেন ট্রাম্প। তার জনপ্রিয় স্লোগান- মেইক আমেরিকা গ্রেট এগেইন এর আদলে ব্যবহার করেছেন ‘মেইক ইরান গ্রেট এগেইন’ উক্তি।

তার মতে, ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারে, তবে ক্ষমতা বদল করাই দেশের জন্য ভালো। যদিও ভিন্ন কথা বলছে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাফ জানিয়েছেন, ইরানের ক্ষমতা পরিবর্তনের জন্য নয় বরং দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

/এটিএম

Exit mobile version