Site icon Jamuna Television

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের সাত বছর জেল

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের দুর্নীতি দমন আদালত।

এসময় কোর্ট সৌদিতে নওয়াজের মালিকানাধীন আল আজিজিয়া স্টিল মিলের আয়ের উৎস সন্ধানে যথাযথ কাগজ দেখতে চাইলে তা খুঁজে পায়নি।

এর আগে সুপ্রিম কোর্ট কর্তৃক প্রধানমন্ত্রীত্ব থেকে বরখাস্ত হবার পরে একই কোর্ট জুলাইয়ে নওয়াজকে ১০ বছরের সাজা দেয় লন্ডনে উচ্চদামে ফ্ল্যাট ক্রয় করার দায়ে। এই মামলায় করা এক আপিলের মাধ্যমে সেপ্টেম্বরে তিনি জামিনের শর্তে জেল থেকে ছাড়া পান।

তবে নওয়াজ শরীফের আইনজীবিরা এই রায়কে সম্পূর্নরুপে রাজনৈতিকভাবে প্রভাবিত রায় বলে মন্তব্য করেছেন।

Exit mobile version