Site icon Jamuna Television

তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা

ফাইল ছবি

ঢাকায় কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয়, বরং এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি, যা গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।

তিনি জানান, কমনওয়েলথের ৬০ শতাংশ জনসংখ্যা ৩০ বছরের নিচে, আর বাংলাদেশে এই হার আরও বেশি। তরুণরাই এই পরিবর্তনের চালিকাশক্তি। তিনি সাম্প্রতিক জুলাই অভুত্থানের এর কথা উল্লেখ করে বলেন, তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে। উপদেষ্টা, চার্টারের আদর্শ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেলসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এএস

Exit mobile version