দৌলত‌দিয়ায় দোকানদার‌কে কু‌পি‌য়ে হত্যা

|

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ায় একা‌ধিক মামলার আসামি ও যৌনপল্লীর দোকানদার নজরুল ব্যাপারি (৩২) না‌মে একজন‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বত্তরা।

সোমবার সকা‌ল ৯টার দি‌কে গোয়ালন্দ ঘাট (দৌলত‌দিয়া রেলও‌য়ে স্টেশ‌ন) সংলগ্ন মু‌ক্তি মহিলা স‌মি‌তির সাম‌নের খা‌লের পাশ থে‌কে গোয়ালন্দ ঘাট থানা পু‌লিশ মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে।

নজরুল ব্যাপারি দৌলত‌দিয়ার ইমাম খার পাড়ার মৃত শাহাজউদ্দিন ব্যাপারির ছেলে। তার বিরু‌দ্ধে মাদক ও জুয়াসহ একা‌ধিক মামলা র‌য়ে‌ছে এবং তার দৌলত‌দিয়া যৌনপল্লী‌তে পান-সিগা‌রে‌টের ব্যবসা ছিল ব‌লে জানা‌ গে‌ছে।

গোয়ালন্দ ঘাট থানার ও‌সি মোহাম্মদ রা‌কিবুল ইসলাম কু‌পি‌য়ে হত্যার সত্যতা নিশ্চিত ক‌রে জানান, ‌সোমবার মধ্যরাত থে‌কে ভোরের ম‌ধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘ‌টে‌ছে। ত‌বে কে বা কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানসহ হত্যাকারী‌দের শনাক্তের চেষ্টা চল‌ছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply