Site icon Jamuna Television

বড় জয়ে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ম্যানসিটি

ফিফা ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের খেলায় সংযুক্ত আরব আমিরাতের দল আল আইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

সোমবার (২৩ জুন) আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানসিটি। অষ্টম মিনিটের মাথায় ডেডলক ভাঙেন জার্মান মিডফিল্ডার ইলকয় গুনদোয়ান।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। বিরতির আগে হালান্ডের সফল স্পট কিকের কল্যাণে ৩-০ তে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব্যাহত রেখে নিজের দ্বিতীয় গোলের দেখা পান গুনদোয়ান। আর শেষদিকে অস্কার বব ও রায়ান চেরকির দারুণ ফিনিশিংয়ে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

উল্লেখ্য, দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে সিটিজেনরা। পেপ গার্দিওলা শিষ্যদের পাশাপাশি এই গ্রুপ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে ইউভেন্টাস।

/এমএইচআর

Exit mobile version