হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, নিবৃত্ত করতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

|

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয়ার পথে রয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের ভোটে এরই মধ্যে এই প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এখন কেবল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানের হরমুজ প্রণালী বন্ধের এই তোড়জোড়ের মধ্যেই দেশটিকে এই পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখতে চীনকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার ফক্স নিউজে এক প্রোগ্রামে তিনি বলেন, আমি চীন সরকারকে উৎসাহিত করব যাতে তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ, তারা তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ভীষণভাবে নির্ভরশীল।

ইরান এটা (হরমুজ প্রণালী বন্ধ) করলে তা হবে আরেক মস্তো ভুল। এটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহননের সামিল। আমাদের ওই পরিস্থিতি সামাল দেয়ার বিকল্প পথ হাতে আছে। তবে অন্য দেশগুলোও সেইসব বিকল্প পথের সন্ধান করবে। হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের চেয়ে অন্যদেশগুলোর অর্থনীতি অনেক বেশি খারাপ অবস্থায় পড়বে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন এই প্রণালী বন্ধের পদক্ষেপে উত্তেজনা আনেক বেশি বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোও এর জবাব দেবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply