Site icon Jamuna Television

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের অন্তত ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের হিব্রু ভাষার অফিসিয়াল একটি অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যে পরিণত হওয়া যেসব বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটি।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলাগুলোতে রানওয়ে, আন্ডারগ্রাউন্ড বাংকার, জ্বালানিভর্তি একটি রিফুয়েলিং প্লেন এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ ধরনের যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি বাহিনী জানায়, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনাবাহিনীর বিমানঘাঁটি থেকে উড্ডয়ন ও তাদের বিমান শক্তির কার্যকারিতা বাধাগ্রস্ত করা হয়েছে।

তবে এই হামলা নিয়ে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এএস

Exit mobile version