Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত

রোববার ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। খবর আল জাজিরার।

সংবাদ সংস্থাটি আরও জানায়, হামলায় বিপ্লবী গার্ডের আরও অজ্ঞাতসংখ্যক সদস্য আহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, ১৩ জুন থেকে চালানো সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় দুই ডজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এই হামলা ও পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব এক চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এএস

Exit mobile version