Site icon Jamuna Television

এক ঘণ্টায় ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

প্রথম দফার হামলায় ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এরমধ্যে একটি ইসরায়েলের বিদ্যুৎ স্থাপনার কাছে আঘাত হেনেছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়নেট নিউজের নিউজের বরাতে এমনটি জানিয়েছে আল জাজিরা।

ইয়নেট নিউজ সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গত এক ঘণ্টায় ইরান প্রথম দফায় চারটি ভলিতে মোট ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি বিস্ফোরিত হয়।

এই আঘাতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ইয়নেট।

/এএস

Exit mobile version