Site icon Jamuna Television

৩৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কারমাইকেল কলেজ

রংপুর ব্যুরো:

নতুন অ্যাকাডেমিক ভবন, বিভাগ, আবাসিক হল, বাস, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা জোরদারসহ ৩৭ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জুন) বেলা ১১ টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেইসাথে, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করতে থাকেন শিক্ষার্থীরা।

পরে সেনাবাহিনী আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দেন।

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকেই দাবি আদায়ে মাঠে নেমেছেন তারা। কিন্তু ১০ মাসেও কোন ধরনের সমাধান মেলেনি শুধু আশ্বাস ছাড়া। এ সময় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষা উপদেষ্টাকে দাবির যৌক্তিকতা উপলব্ধি করে তা বাস্তবায়নের দাবি জানান।

এ ব্যাপারে কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজার রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরা চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু হোক।

/এএইচএম

Exit mobile version