Site icon Jamuna Television

টাকাসহ মির্জা আব্বাসের দুই সমর্থক গ্রেফতার

রাজধানীর শাজাহানপুর এলাকা থেকে চার লাখ টাকাসহ বিএনপি নেতা মির্জা আব্বাসের দুই সমর্থককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার বেলা আড়াইটার দিকে মহিদ ও শহিদ নামে এই দুজনকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি দাবি করেন, তারা দুজন ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতেছিল। এসময় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএনপি নেতা মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে ভোটে অংশ নিচ্ছেন।

Exit mobile version