কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ বাসস্থানে নিরাপদে আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। খবর আলজাজিরার।
এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পরামর্শ দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, কাতারে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদরদফতর হিসেবেও ব্যবহৃত হয়।
এর আগে, গতকাল রোববার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালায় বলে দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ হামলার আগেই পারমাণবিক কেন্দ্র খালি করা বলে দাবি করে ইরান।
/এসআইএন

