Site icon Jamuna Television

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান।

রিমান্ড শুনানিতে আদালতকে নুরুল হুদার পক্ষে জানানো হয়, ভোটে কারচুপি হওয়ার দায় তার নয়। রিটানিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা, আদালতের এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে, শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তার ৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।

এদিকে, একই কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা সিইসি নুরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বিএনপি। এই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।

/এএম

Exit mobile version