Site icon Jamuna Television

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে ফিরেছে বি-২ বোমারু বিমান

ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রে ফিরছে বি-২ বোমারু বিমান। দেশটির মিজৌরিতে অবস্থিত ঘাঁটিতে ফিরেছে এসব বিমানগুলো। খবর এপির।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক জানান, সাতটি বি-২ বোমারু বিমানকে মিজৌরির হোয়াইটম্যান বিমানঘাঁটিতে নামতে দেখা যায়। এই ঘাঁটি কানসাস সিটি থেকে প্রায় ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং এটি ৫০৯তম বোম্ব উইং এর অধীনে পরিচালিত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের বৈশিষ্ট্য

প্রথমে চারটি বিমান উত্তর দিক থেকে রানওয়ের চারপাশে একটি চক্কর দিয়ে অবতরণের জন্য এগিয়ে আসে। প্রায় ১০ মিনিটের মধ্যে বাকি তিনটি বিমানও পৌঁছায়।

এর আগে, গতকাল রোববার নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান টানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই হামলায় ছোড়া হয়েছে ৭টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা। তবে ইরান দাবি করেছে, তারা আগেই পারমাণবিক স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরিয়ে ফেলেছিল।

/এসআইএন

Exit mobile version