Site icon Jamuna Television

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা কারাগারে

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

এদিন কমিশনের পক্ষে সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, এটা যেহেতু দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা, তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে।

এর আগে, গত রোববার (২২ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানী ভাটারার একটি আবাসিক এলাকার নিজ বাসা থেকে মনিরুল মাওলাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, আসামির বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎ করা অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

/এএম

Exit mobile version